আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আবরের ধর্ম মন্ত্রণালয়ের ৬ নির্দেশনা হলো- ১/ আজান ও ইকামাতের মাঝের সময়টুকু কমিয়ে ১০ মিনিট এর মধ্য নামাজ শেষ করে ফেলা। ২/ জুমার খুতবা ও নামাজ ১৫ মিনিটের মধ্যে শেষ করা। ৩/ রোজাদারদের ইফতার এর সময় অনেক লোক জরো না হওয়া মাহফিল বন্ধ রাখা ৪/ মসজিদে এতেকাফ নিষিদ্ধ করা হইছে । ৫/ মসজিদ থেকে খেজুর ও খাদ্যদ্রব্য সরিয়ে ফেলা। ৬/ ব্যাবহারকৃত ওয়ান টাইম গ্লাস মসজিদে জমিয়ে না রাখার নির্দেশনা দেয়া হলো।

করোনাভাইরাসের বিস্তাররোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছেন সৌদি সরকার চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সৌদি আরবের সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। নির্দেশনা কার্যকর হয়েছে। সৌদি আরবের শিক্ষামন্ত্রী হামাদ বিন মোহাম্মেদ আল-আশেইখ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেদ্দায় বর্তমানে করোনাভাইরাস সংক্রান্ত একটি পরিস্হিতি সৃষ্টি হওয়ার কারণে সৌদি শিক্ষা মন্রণালয়ের নির্দেশক্রমে ছাত্র ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (জাতীয় পাঠক্রম) বন্ধ থাকবে।পরবর্তী নির্দেশ না দেওয়া পযন্ত । এদিকে কনস্যাল জেনারেল ফয়সাল আহমেদ বাংলাদেশীদের সতর্ক থাকতে বলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


