কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তিসম্পন্ন ডিভাইসসহ এক প্রক্সি পরীক্ষার্থীসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।
একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের আরও ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার দুপুরে নাগেশ্বরী উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী বাসা থেকে প্রথম দফায় এসব ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে মিনারুল ইসলাম নামে একজন রয়েছেন, যিনি বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
অন্য আটক ব্যক্তিরা হলেন, নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ গ্রামের আব্দুল লতিফ, খামার নকুলা গ্রামের শাহজামাল, কাজীপাড়া গ্রামের বাবু ইসলাম, বাগডাঙ্গা গ্রামের জান্নাতুন নাইম, ফুলবাড়ী উপজেলার বোয়ালভির গ্রামের আরিফুজ্জামান সিদ্দিকি, মাদারীপুরের শিবচরের বাঁশখালী গ্রামের হিমেল মাহমুদ, রাজৈরের টেকরহাট গ্রামের চামেলী আক্তার, আরাজিকোমরপুর গ্রামের বেলাল হোসেন এবং চরদামাল গ্রামের আনেয়ার হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


