স্পোর্টস ডেস্ক : ওল্ড ট্রাফোর্ডে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খেলেও পরে ঠিকই সামলে নিয়েছেন অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের দু্ই ব্যাটসম্যান মার্নুস ল্যাবুশেইন ও স্টিভ স্মিথ।
চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে প্রথম ওভারের ৪র্থ বলেই অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে শূন্য রানে সাজঘরে ফেরান স্টুয়ার্ট ব্রড। এরপর অন্য ওপেনার মার্কুস হ্যারিস আশার আলো দেখালেও ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। ব্যাক্তিগত ১৩ রানে সেই স্টুয়ার্ট ব্রডের বলেই এলবিডাব্লিউর ফাঁদে পড়েন। মাত্র ২৮ রানেই অজিদের ২টি উইকেট তুলে নিয়েছিল স্বাগতিক ইংল্যান্ড। এরপর উইকেটে নামা স্মিথকে নিয়ে ম্যাচে ফিরে অস্ট্রেলিয়া।
মধ্যাহ্নভোজনের আগ পর্যন্ত আর কোন উইকেট হারায়নি সফরকারীরা। তিন নম্বর উইকেটে এসে ইতোমধ্যে ৭০ রানের পার্টনারশিপ করে প্রথম সেশনে বিরতিতে মার্নুস ল্যাবুশেইন ও স্টিভ স্মিথ। ব্যাক্তিগত ৪৯ রান করে অপরাজিত আছেন মার্নুস ল্যাবুশেইন। স্টিভ স্মিথও ২৮ রানে নিজের ছন্দ ধরে রেখেছেন।
ওল্ড ট্রাফোর্ডে ইনিংসের প্রথম সেশনে অজিদের সংগ্রহ ২ উইকেটে ৯৮ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।