২০২২ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষার্থীদেরকে বিনামূল্যে পাঠ্যবই দেয়ার জন্য মাঠ পর্যায় থেকে বইয়ের চাহিদা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ বিষয়ে দেশের সব বিভাগীয় কার্যালয়, জেলা ও উপজেলা শিক্ষা অফিসে চিঠি দিয়েছে ডিপিই।
সম্প্রতি অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. বাহারুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের আগামী ৪ এপ্রিলের মধ্যে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে বিভাগীয় অফিসে পাঠাতে হবে। বিভাগীয় অফিসকে তা যাচাই-বাছাই করে ৭ এপ্রিলের মধ্যে ডিপিইতে পাঠাতে হবে।
চিঠিতে আরো বলা হয়েছে, বইয়ের তথ্য পাঠানোর ক্ষেত্রে ২০১৯ ও ২০২০ শিক্ষাবর্ষ এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের অধিভুক্ত শিক্ষার্থীর সংখ্যা পর্যালোচনা করে ২০২২ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের চাহিদা তৈরি করতে হবে।
৭ এপ্রিলের মধ্যে এ সংক্রান্ত তথ্য পাঠানোর ক্ষেত্রে যদি কোনো প্রকারের জটিলতা সৃষ্টি হয় তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যক্তিগতভাবে এ ব্যাপারে দায়ী থাকবেন বলেও চিঠিতে সতর্ক করে দেয়া হয়েছে।
অধিদপ্তর সূত্র জানায়, প্রতি বছর বিনামূল্যে বই ছাপানোর আগে মাঠ পর্যায়ে বইয়ের সঠিক তথ্য সংগ্রহ করে তারপর দরপত্র আহ্বান করা হয়। প্রকৃত চাহিদার পাশাপাশি অতিরিক্ত আরো ৫ শতাংশ বই বাফার স্টক (দুর্যোগকালের জন্য) হিসেবে ছাপানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।