জুমবাংলা ডেস্ক : ঢাকায় এসে মঞ্চ মাতালেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। শনিবার জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয় ‘স্পিরিটস অব জুলাই’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে।
আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে সংগীতপ্রেমীদের মাঝে গান গেয়ে মঞ্চ মাতালেন সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। আর এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা— ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।
তবে আগামীকাল (২৩ ডিসেম্বর) বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টেও গান গাইবেন তিনি। শনিবার (২১ ডিসেম্বর) শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভা থেকে এ তথ্য জানা গেছে। বিপিএলে বেশ চড়া পারিশ্রমিকেই গাইবেন রাহাত।
একটি সূত্রে জানা গেছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্টে গান গাইতে ২ লাখ ৮৬ হাজার ডলার পারিশ্রমিক নেবেন উস্তাদ রাহাত ফাতেহ আলি খান, যা বাংলাদেশি মুদ্রায় তিন কোটি ৪০ লাখ টাকা।
বিসিবি পরিচালনা পর্ষদ এরই মধ্যে এ সংগীতশিল্পীকে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে।
এ বিষয়ে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেন, বিপিএল মিউজিক ফেস্ট উপলক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় তিনটি অনুষ্ঠানের জন্য টাইটেল স্পনসর স্বত্ব কিনেছে মধুমতি ব্যাংক। এ বাবদ বিসিবিকে তারা দেবে ৪ কোটি টাকা, যার প্রায় পুরোটাই যাবে রাহাত ফাতেহ আলি খানের পেছনে।
এদিকে, বিপিএল মিউজিক ফেস্টের জন্য এরই মধ্যে অনলাইনে টিকিট ছাড়া হয়েছে।
যদিও টিকিটের মূল্য আগের চেয়ে কমানো হচ্ছে। আগের দাম অনুযায়ী, প্লাটিনাম টিকিটের মূল্য ১২ হাজার টাকা, গোল্ড ৮ হাজার টাকা, সিলভার ৬ হাজার টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ৪ হাজার টাকা ও ক্লাব হাউজ (আপার) টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৫০০ টাকা। তবে এই মূল্য নেমে আসতে পারে অর্ধেকে।
গান আর সুরের মুর্ছণায় ঢাকায় মুগ্ধতা ছড়ালেন রাহাত ফতেহ আলী খান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।