আন্তর্জাতিক ডেস্ক : ছয় সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন স্বঘোষিত যোগগুরু আনন্দ গিরি। সোমবার তার দেশে ফেরার কথা ছিল। তবে আপাতত ভারতে ফেরা হচ্ছে না তার।
দুটি ভিন্ন যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলেন তিনি। আনন্দ গিরির বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছেন ভারতীয় বংশোদ্ভূত দুই অস্ট্রেলীয় মহিলা। তাদের দাবি, প্রার্থনাসভা চলাকালীন তাদের যৌন নির্যাতন করেছেন এই স্বঘোষিত ধর্মগুরু।
সোমবার আদালত জানিয়েছে, আগামী ২৬ জুন পর্যন্ত আনন্দ গিরিকে পুলিশি হেফাজতে থাকতে হবে।
সিডনি পুলিশ জানিয়েছে, রবিবার সিডনির ওক্সলে পার্কের শহরতলি থেকে গ্রেপ্তার করা হয় ৩৮ বছরের এই স্বঘোষিত আধ্যাত্মিক গুরুকে।
‘দ্য ডেইলি মেল’ সংবাদপত্রে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, গত ২০১৬-তে সিডনি ওয়েস্টের রুটি হিল এলাকায় এক নারীকে তার বাড়িতে যৌন নির্যাতন করেন আনন্দ গিরি। পুলিশের কাছে ২৯ বছরের ওই মহিলার অভিযোগ, নিউ ইয়ার উপলক্ষে প্রার্থনা করার জন্য আনন্দ গিরিকে ডেকে পাঠানো হয়েছিল ওই বাড়িতে। সে রাতে প্রার্থনা চলাকালীন ওই নারীর বেডরুমে তাকে যৌন নির্যাতন করে আনন্দ গিরি।
এর দুই বছর পরেও একই ঘটনা ঘটান বলে অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার আরও এক নারী। ২০১৮-র নভেম্বরে ৩৪ বছর বয়সী ওই নারীর বাড়িতে এক প্রার্থনাসভায় আমন্ত্রণ পেয়েছিলেন আনন্দ গিরি। সারা রাত ধরেই সে সভা হওয়ার কথা ছিল। অভিযোগ, সে সময়ও ওই মহিলার উপর যৌন নির্যাতন চালান আনন্দ গিরি।
সিডনি পুলিশের দাবি, ওই দুই নারীই আনন্দ গিরির পরিচিত।
এদিকে আনন্দ গিরির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলেও তা মানতে নারাজ অখিল ভারতীয় অখণ্ড পরিষদের সভাপতি নরেন্দ্র গিরি। উত্তর প্রদেশের প্রয়াগরাজের বড়ে হনুমান মন্দিরের ওই পরিষদের মহন্ত আনন্দ গিরি।
পরিষদের সভাপতির দাবি, কোন কারণে মনোমালিন্য হওয়ায় মহন্তকে ফাঁসিয়েছেন ওই দুই নারী।
নরেন্দ্র গিরির বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমাদের লোকেরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। আনন্দ গিরির জামিনের জন্য আবেদন করা হয়েছে।
আধ্যাত্মিক জগতে বিচরণের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ উপস্থিতি আনন্দ গিরির। সেখানেই তিনি জানান, মাত্র ১২ বছর বয়সেই আধ্যাত্মিক ডাক পেয়েছিলেন।
এছাড়া তার ফেসবুক অ্যাকাউন্টের ছবিতে তার সঙ্গে দেখা যায় নামী সব রাজনীতিকদের। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু, কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংহ থেকে শুরু করে যোগগুরু রামদেব অনেকের সঙ্গেই তার ছবি রয়েছে।
গত সোমবার তাকে নিউ সাউথ ওয়েলসের শহরতলি মাউন্ট ড্রুইট-এর এক স্থানীয় আদালতে তোলা হলে আগামী ২৬ জুন পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিচারক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।