স্পোর্টস ডেস্ক: ফাবিনহোর একমাত্র গোলে তলানির দল বার্নলিকে পরাজিত করে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সাথে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে লিভারপুল। অন্যদিকে উল্ফসের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে শীর্ষ চারে ওঠার লড়াইয়ে আরো একবার বড় ধাক্কা খেল টটেনহ্যাম হটস্পার।
টার্ফ মুরে ম্যাচের ৪০ মিনিটে ফাবিনহোর গোলে লিগে টানা চতুর্থ জয় নিশ্চিত হয় লিভারপুলের। সিটির থেকে এক ম্যাচ কম খেলা এখন ৯ পয়েন্ট পিছিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। এর আগে শনিবার রাহিম স্টার্লিংয়ের হ্যাটট্রিকে নরউইচ সিটিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি ১৫ ম্যাচে ১৪তম জয় তুলে নিয়েছে। লিভারপুল ইতোমধ্যেই উড়তে থাকা সিটিকে ধরার ব্যপারে অনেকটাই আশাহত হয়ে গেলেও গার্দিওলা বিশ্বাস করে মৌসুমের শেষ পর্যন্ত তাদের সাথে জমাট লড়াই চালিয়ে যাবার মত দক্ষতা রেডসের রয়েছে। রেডস বস জার্গেন ক্লপ কাল ম্যাচ শেষে বলেছেন, ‘এখন এই ব্যবধান ৯, পরের ম্যাচেই এটা ১২ হবে। কারন এবার বেশীরভাগ ম্যাচই সিটি আমাদের আগে খেলেছে। এখন সব ম্যাচই বেশ কঠিন। এ কারনেই আমরা শিরোপা জয়ের আশা আর করছি না। আমাদের জন্য এটা আসলেই কঠিন হয়ে পড়েছে।’
আফ্রিকান নেশন্স কাপে সেনেগালকে শিরোপা উপহার দেবার পর কালই প্রথমবারের মত লিভারপুলের হয়ে মাঠে নেমেছিলেন তারকা স্ট্রাইকার সাদিও মানে। শুরু থেকেই দারুন আক্রমনাত্মক মেজাজে ম্যাচ শুরু করে বার্নলি। তারই ধারাবাহিকতায় জোস ব্রাউনহিলের শক্তিশালী স্ট্রাইক রুখে দেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক এ্যালিসন বেকার। এরপরপরই ওট ওয়েগহর্স্ট স্বাগতিকদের হয়ে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন। কিছুটা পিছনে থেকে ম্যাচ শুরু করলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের করে নেয় লিভারপুল। বিরতির পাঁচ মিনিট আগে ফাবিনহোর গোলে এগিয়ে যায় রেডসরা। গত সাত ম্যাচে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের এটি পঞ্চম গোল। ট্রেন্ট আলেক্সান্দারের কর্ণার থেকে মানের হেডে গোলের সুযোগটি কাজে লাগান ফাবিনহো। ক্লপ বলেছেন, ‘বৃষ্টি¯œাত আজকের দিনটি আমাদের জন্য একেবারেই সঠিক ছিল। সব মিলিয়ে মনে হয়েছে ম্যাচটি যেন আমাদের জয়ের জন্য তৈরী ছিল। বাতাসের মধ্যে বল মাঝে মাঝে নিয়ন্ত্রনে নেয়া কষ্টকর হয়ে উঠছিল। কারন সবদিক থেকেই বাতাস বইছিল। প্রতিপক্ষের তুলনায় আজ আবহাওয়া আমাদের বেশী ভুগিয়েছে।’
এদিকে উত্তর লন্ডনে ঘরের মাঠে টানা দ্বিতীয় পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে টটেনহ্যাম। বুধবার সাউদাম্পটনের কাছে ৩-২ গোলে পরাজিত হবার হতাশা থেকে বেরিয়ে আসতে না আসতেই কাল উল্ফসের কাছে পরাজিত হয়ে আরো পিছিয়ে গেছে স্পার্সরা। এন্টোনিও কন্টের দল এই পরাজয়ে চ্যাম্পিয়ন্স লিগের জন্য যথেষ্ঠ চতুর্থ স্থান থেকে চার পয়েন্ট পিছিয়ে এখন লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে।
ম্যাচ শেষে হতাশ কন্টে বলেছেন, ‘আমরা সুযোগ তৈরী করেছি। কিন্তু দিনের শেষে এটাই মানতে হবে যে আরো একটা পরাজয়ের মুখ দেখতে হলো। আমাদের সবদিক নিয়েই কাজ করতে হবে। এই মুহূর্তে এটাই মাথায় রাখতে হবে যে কোন কিছুই সহজ নয়।’
ম্যাচের ষষ্ঠ মিনিটে রাউল জিমিনেজ উল্ফসকে দারুন এক শুরু এনে দেন। লিন্ডার ডেনডোনকারের শট রুখতে গিয়ে স্পাস গোলরক্ষক হুগো লোরিস ব্যর্থ হলে মেক্সিকান অভিজ্ঞ এ্যাটাকার জিমিনেজ উল্ফসকে এগিয়ে দেন। ১৮ মিনিটে আবারো গোল হজম করে স্পার্স। এই গোলের পিছনেও লোরিসের ব্যর্থতাই দায়ী। ড্যানিয়েল পোডেন্সের শট ডিফ্লেকটেড হয়ে পোস্টের খুব কাছে দাঁড়ানো ডেনডোনকারের কাছে আসলে তা জালে জড়াতে ভুল করেননি এই বেলজিয়ান ডিফেন্ডার।
এই জয়ে টটেনহ্যামকে এক পয়েন্টের ব্যবধানে পিছনে ফেলে সপ্তম স্থানে উঠে এসেছে উল্ফস। ১৯৮০ সালের পর এই প্রথমবারের মত প্রিমিয়ার লিগে টানা চারটি এ্যাওয়ে ম্যাচে জয়ী হলো উল্ফস।
সেন্ট জেমস পার্কে কিয়েয়ান ট্রিপিয়ারের ফ্রি-কিকের গোলে এ্যাস্টন ভিলাকে ১-০ গোলে পরাজিত করেছে নিউক্যাসেল। ম্যাচের ৩৫ মিনিটে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে জয়সূচক গোলটি করেন ট্রিপিয়ার। এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচে সেট পিস থেকে গোল পেলেন ট্রিপিয়ার। জো উইলকককে ডি বক্সের ভিতর ফাউলের অপরাধে ক্যালুম চেম্বার্সের বিপক্ষে পেনাল্টি আদায় করে নিয়েছিল এডি হোয়ের দল। কিন্তু রেফারি ক্রেইগ পাওসন শেষ পর্যন্ত ফাউলটি বক্সের বাইরে হয়েছে বিধায় ভিএআর এর সহযোগিতায় সিদ্ধান্তটি বাতিল করেন। ৬১ মিনিটে ওলি ওয়াটকিন্সের হেডে ভিলা সমতা ফেরালেও একারও ভিএআর অফসাইডের কারনে তা বাতিল করে দেয়। ২০১৮ সালের পর প্রথমবারের মত টানা তিন লিগ ম্যাচে জয়ী হয়ে ম্যাগপাইরা রেলিগেশন জোন থেকে চার পয়েন্ট উপরে উঠে এসেছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।