বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। দেশব্যাপী সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ঈদের দিন থেকে ধুম পড়েছে। এর মধ্যে জানা গেছে আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। আগামী ৭ জুলাই দেশটিতে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’।
সূত্রে জানা গেছে, দুদিন আগে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। থাকবেন বেশ কয়েক দিন। তারপর দেশে এসে নতুন সিনেমায় কাজ শুরু করবেন। সেই সিনেমায় নায়িকা থাকবেন কলকাতার টিভি নাটকের পরিচিত মুখ।
শাকিব খান গণমাধ্যমকে বলেন, আগামী ৭ জুলাই প্রিয়তমা যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। সিনেমাটি মুক্তি উপলক্ষে আমিও সেখানে যাচ্ছি। সেখানেই হয়তো প্রিয়তমা দেখব। তবে এবার গিয়ে আর বেশিদিন থাকব না।
এদিকে দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। সিনেমাটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতিবাচক রিভিউ চোখে পড়ছে। অনেকেই বলছেন, শাকিব খানের দুর্দান্ত অভিনয়, গল্প ও নির্মাণ থেকে সব কিছুই ‘প্রিয়তমা’ মুগ্ধ করেছে। অ্যাকশন, রোমান্স এবং দুর্দান্ত গানের সংমিশ্রণে তৈরি হয়েছে ‘প্রিয়তমা’।
প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।