যেসব নারী অন্যের ঘর ভাঙতে চায়, তাদের নিয়ে কথা বলি না : প্রিয়াঙ্কাকে কটাক্ষ প্রীতির

যেসব নারী অন্যের ঘর ভাঙতে চায়, তাদের নিয়ে কথা বলি না : প্রিয়াঙ্কাকে কটাক্ষ প্রীতির

বিনোদন ডেস্ক : নিক জোনাসকে বিয়ে করে ক্যালিফোর্নিয়ায় সংসার পেতেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এক কন্যার জননী হয়েছেন। দেশ-বিদেশের মানুষ তাকে সম্মান করেন। তবু এখনও বলিপাড়ায় কান পাতলে শোনা যায় সেই পুরনো কথা।

যেসব নারী অন্যের ঘর ভাঙতে চায়, তাদের নিয়ে কথা বলি না :  প্রিয়াঙ্কাকে কটাক্ষ প্রীতির

শাহরুখ খানের প্রেমে নাকি বিভোর ছিলেন প্রিয়াঙ্কা! একটা সময় ছিল, যখন তার জন্যই ঘর ভাঙতে চলেছিল ‘বাদশা’র।

সে কথা ফলাও করে জানিয়েছিলেন প্রীতি জিন্তা। ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই’ ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে পর্দা ভাগ করেছিলেন প্রীতি। তারপরই ‘পিগি চপ্‌স’-এর জীবনের গোপন খবর পেয়ে যান ‘সালাম নমস্তে’-র নায়িকা।

তিনি প্রকাশ্যে বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন। প্রীতির কথায়, যেসব নারী অন্যের ঘর ভাঙতে চায়, তাদের নিয়ে কথা বলতে ইচ্ছে হয় না।

আরও বলেন, উপরে ওঠার জন্য পুরুষ তারকাদের ব্যবহার করে যে সব অভিনেত্রী, আমি তাদের ঘৃণা করি।

প্রীতির দাবি, পুরুষ সহকর্মীদের সঙ্গে তারও যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। সেই সুযোগ নিয়ে তাদের ঘর ভাঙতে যাননি। বরং, তারকা-পত্নীদের সঙ্গেই বেশি সখ্য রেখে চলেছেন।

‘ডন ২’-এর সেট থেকে অন্তরঙ্গতা বেড়েছিল শাহরুখ-প্রিয়াঙ্কার। কারও জানতে বাকি না থাকলেও পরোয়া করেননি প্রিয়াঙ্কা।

বিষয়টি এতই গুরুতর হয়েছিল যে, গৌরী খান নিজেই নাকি শাহরুখকে কাজ করতে নিষেধ করে দিয়েছিলেন প্রিয়াঙ্কার সঙ্গে। শাহরুখও সে কথা শুনেছিলেন। আর কখনও একসঙ্গে পর্দায় দেখা যায়নি জুটিকে।