প্রিয়াঙ্কা অনেক ছোট, প্রেমের গুঞ্জনে বললেন প্রযোজক

প্রিয়াঙ্কা সরকার

বিনোদন ডেস্ক : নায়িকার-প্রযোজক প্রেম নতুন কিছু নয়। এবার প্রিয়াঙ্কা সরকারের প্রেমে পড়েছেন প্রযোজক রানা সরকার বলে টলিউডের নতুন গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, রানার সঙ্গে তার একাধিক ছবির নায়িকার নাকি জোর বিবাদ!

প্রিয়াঙ্কা সরকার

যার জেরে ছবির তারিখ নিয়ে বড় সমস্যাও তৈরি হয়েছে। তারই মধ্যে শনিবার হঠাৎ পুরনো গুঞ্জনে ঘৃতাহুতি। বিবাদ ভুলে ফের নাকি প্রেমে মশগুল রানা-প্রিয়াঙ্কা।

নায়িকার দুর্ঘটনা তাঁদের আবার কাছাকাছি করেছে। প্রিয়াঙ্কার বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া এবং মুক্তির সময়ে প্রযোজক নাকি উপস্থিত ছিলেন। সেই থেকেই নাকি নতুন করে গুঞ্জনের সূত্রপাত! একাধিক সংবাদমাধ্যমে ইতিমধ্যেই সেই খবর প্রকাশিতও হয়েছে। সত্যিই কি পুরনো প্রেম আরও এক বার এক করতে চলেছে প্রযোজক-নায়িকাকে? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল রানার সঙ্গে। সঙ্গে সঙ্গে পুরোটাই গুঞ্জন বলে উড়িয়ে দেন রানা।

বাথটাবের মধ্যে শ্রাবন্তীর গোসল, তুমুল ভাইরাল

তিনি বলেন, ‘‘ঘরে সুন্দরী স্ত্রী আছেন। তাঁর সঙ্গে সম্পর্ক ভীষণ ভাল। খামোখা এ সব গুজবে আমি পাত্তা দিই না! প্রিয়াঙ্কা এমনিই আমার থেকে অনেক ছোট।’’ ছবির তারিখ-সমস্যা নিয়ে প্রযোজকের বক্তব্য, এই সমস্যাও নতুন নয়। টলিউড ছাড়িয়ে বলিউডেও এ রকম ভুরি ভুরি উদাহরণ মিলবে। তার সঙ্গে প্রেম-বিবাদের কোনও সম্পর্ক নেই। সূত্র:আনন্দবাজার।