বিনোদন ডেস্ক : প্রিয় নায়ককে শেষবারের মতো বিদায় জানাতে হাজার হাজার মানুষ করোনা উপেক্ষা করে জড়ো হয়েছিলেন। মুখে মাস্ক, চোখে জল নিয়েই ভারতের দক্ষিণের সুপারস্টার চিরঞ্জিবী সারজার শেষ যাত্রায় অংশ নেন ভক্তরা।
সোমবার (৮ জুন) বেঙ্গালুরুর কানাকাপুরায় অবিস্থত পারিবারিক ফার্মহাউসে চিরঞ্জীবী সারজার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মাত্র ৩৯ বছর বয়সে দক্ষিণী এ জনপ্রিয় নায়কের মৃত্যু হয়। রোববার (৭ জুন) হঠাৎ অস্বস্তিবোধ করলে চিরঞ্জীবী সারজাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরবর্তী সময়ে সেখানেই তার মৃত্যু হয়।
ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, সরকারের নির্দেশনা অনুসারে তার করোনা পরীক্ষা করা হয়।
তিনি করোনা ভাইরাসের আক্রান্ত ছিলেন কিনা তা এখনো জানানো হয়নি। তবে চিকিৎসকেরা তাকে বাঁচানোর বহু চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।
চিরঞ্জীবী সারজা অভিনেতা-নির্মাতা অর্জুন সারজার ভাতিজা এবং কন্নড় অভিনেতা শক্তি প্রসাদের নাতি। চাচার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন চিরঞ্জীবী। ২০০৯ সালে ‘বায়ুপুত্রা; সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। এরপর ‘সামহারা’, ‘আদিয়া’, ‘খাকি’, ‘সিনগা’, ‘আম্মা আই লাভ ইউ’, ‘প্রেমা বিরহ’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।