প্রীতম-শেহতাজের বিয়ের ছবি নেট দুনিয়ায় ভাইরাল

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম আজ শুক্রবার বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। শ্রীমঙ্গলের একটি ৫ তারকা হোটেলে তাদের বিয়ে হয়।

গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গলের অভিজাত গ্র্যান্ড সুলতান হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

প্রীতম-শেহতাজের বিয়ের ছবি নেট দুনিয়ায় ভাইরাল

এদিন সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে বিয়ের তিনটি ছবি প্রকাশ করেন প্রীতম হাসান। লেখেন, ইস অফিসিয়াল উয়িথ শেহতাজ মুনিরা হাসেম। জানান, আরও ছবি প্রকাশ করবেন শিগগিরই। সাদা পাঞ্জাবিতে বর আর গোলাপি লেহেঙ্গায় কনেকে দেখা গেছে প্রাণখুলে হাসতে। শেহতাজ মুনিরা হাশেম অবশ্য প্রকাশ করেছেন নিজের কনে সাজার একটি ছবি।

প্রীতম-শেহতাজের বিয়ের ছবি নেট দুনিয়ায় ভাইরাল

দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা ও ফটোশুট হয়েছে চা বাগানে ঘেরা গ্র্যান্ড সুলতানের উন্মুক্ত মঞ্চে। সেখানেই মালা বদল করেন দুই তারকা। যেখানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

প্রীতম-শেহতাজের বিয়ের ছবি নেট দুনিয়ায় ভাইরাল

বিয়ের পর প্রীতম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তাদের বেশকিছু ছবি পোস্ট করেছেন। বিয়েতে প্রীতমের পরনে ছিল সাদা শেরওয়ানি আর শেহতাজ পরেছেন গোলাপি লেহেঙ্গা।

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার গায়ে হলুদের মাধ্যমে প্রীতম-শেহতাজের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রীতম গান ও অভিনয় ২ ক্ষেত্রেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। শেহতাজ টেলিভিশন নাটকের প্রিয়মুখ। প্রীতমের ‘যাদুকর’ গানের মিউজিক ভিডিওতে তাকে দেখা গিয়েছিল।

জন্ম মাস দেখেই বুঝে নিন আপনার গোপন জীবন কেমন