বিনোদন ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম আহমেদ প্রকাশ করলেন নতুন গান ‘চলো একসাথে বুড়ো হই’। মঙ্গলবার (৩১ মার্চ) শিল্পী তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করেন।
‘একটা জীবন ফুরিয়ে গেলে ফেরত পাবো কই/ চলো আমরা দুজন একসাথে বুড়ো হই’ এমন কথার গানটি লিখেছেন প্রীতম আহমেদ নিজে। গানটিতে তার সাথে মডেল হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তবে মূল ভিডিও এখন প্রকাশ করা হয়নি। এখন স্থিরচিত্র দিয়ে তৈরি ভিডিও দেখা যাচ্ছে।
প্রীতম আহমেদ গানটি নিয়ে বলেন, ‘এটা ভালোবাসা ছড়িয়ে দেওয়ার গান। প্রেরণাসংগীতও বলতে পারেন। গোটা বিশ্বের যে অবস্থা, যেদিকে যাচ্ছি আমরা, সেটি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এমন প্রতিজ্ঞা আমাদের সবারই করা দরকার। করোনা দিয়ে আমরা আবারও জেনেছি, জীবন খুবই ঠুনকো। যেখানে ভালোবাসার কোনও বিকল্প নেই।’
তিনি জানালেন, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বন্ধ হয়ে সবকিছু স্বাভাবিক হলে মূল ভিডিও প্রকাশ করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



