বিদেশি নাগরিককে বিয়ে করার পর লস অ্যাঞ্জেলসে সংসার করছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। যদিও ভারতে নিয়মিত আসা-যাওয়া করেন। যুক্তরাষ্ট্রের নাগরিক জেন গুডএনাফের সঙ্গে বিয়ের পরেও নিজের দেশের সঙ্গে বন্ধন আলগা হয়নি প্রীতির।
বরং নিজের সংসারে দুই সংস্কৃতির মিশ্রণ ঘটিয়েছেন তিনি। তার দুই ছেলেমেয়ে জয় ও জিয়া, তাদের বড় করে তুলেছেন মিশ্র সংস্কৃতির আবহে। তারা যতটা ভারতীয়, ততটাই মার্কিন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, একটা সময় প্রীতি নাকি প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলেন। সেই সময় ভারতীয় শিল্পপতির সঙ্গেও প্রেম ভেঙে যায় অভিনেত্রীর। তারপরই জীবনে আসেন গুডএনাফ। যদিও নিজের স্বামীকেই বেশি ভাগ্যবান মনে করেন প্রীতি। কারণ তিনি ভারতীয় নারীকে বিয়ে করেছেন।
সম্প্রতি দুই ছেলে-মেয়ে, স্বামীকে নিয়ে হোলি উদ্যাপন করেছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘ভারতীয় মার্কিন পরিবার হিসেবে আমরা একে অপরের উৎসব এবং সংস্কৃতি উদ্যাপন করার চেষ্টা করি, তাই বাচ্চারা উভয় দিকের শিকড় সম্পর্কে জানে।’
Asus ROG Phone 7 Ultimate Price in Bangladesh & India – Full Specifications
এই প্রসঙ্গেই প্রীতি আরও লেখেন, ‘আমি সব সময় জেনকে মজা করে বলি, সে সৌভাগ্যবান যে একজন ভারতীয় মহিলাকে বিয়ে করেছে, কারণ আমাদের প্রাচীন ঐতিহ্য এবং অবিশ্বাস্য সংস্কৃতির কারণে আমাদের উৎসব উদ্যাপনের অনেক উপলক্ষ রয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।