বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্বাস্থ্যের উপর নজর রাখার জন্য Apple Watch -এর বিকল্প নেই! জনপ্রিয় এই স্মার্টওয়াচে রয়েছে হার্ট মনিটরিং, ECG, অক্সিমিটার সহ আরও অনেক অত্যাধুনিক প্রযুক্তি। বিভিন্ন সময় Apple Watch -এর কারণে প্রাণ রক্ষার বারবার শিরোনামে এসেছে। হার্ট অ্যাটাক থেকে টিউমর, একাধিক শারীরিক সমস্যা নির্ণয়ে সাহায্য করে বিভিন্ন সময়ে তারিফ কুড়িয়েছে জনপ্রিয় এই গ্যাজেট। সম্প্রতি এক মহিলার জীবন বদলে দিয়েছে স্মার্টওয়াচটি। সেই মহিলা যে অন্তঃসত্ত্বা তা প্রথম চিহ্নিত করে Apple Watch। পরে ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট থেকে সেই খবর নিশ্চিত করেছেন চিকিৎসক।
Reddit -এ প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে 34 বছরের এই মহিলা লক্ষ্য করেন যে তাঁর Apple Watch কয়েক দিনের মধ্যে বিশ্রামের সময় গড় হার্ট রেট আগের থেকে বেশি দেখাচ্ছে। তিনি বলেন, “বিশ্রামের সময় আমার হার্ট রেট 57 থাকে, যা বেড়ে 72 হয়েছিল।” হার্ট রেট বেড়ে যেতে দেখে উদ্বিগ্ন হয়ে যান সেই মহিলা। প্রথমে ভেবেছিলেন তাঁরা Covid-19 সংক্রমণের সম্ভাবনা রয়েছে। যদিও COVID পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট আসে।
এর পরে কয়েকটি প্রতিবেদনে তিনি দেখেন অন্তঃসত্ত্বা মহিলাদের হার্ট রেট বৃদ্ধির সম্ভাবনা থাকে। বিশেষ করে প্রেগনেন্সির প্রথম কয়েক সপ্তাহে এই উপসর্গ দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় মহিলা জানিয়েছেন, “আমি পড়েছি কখনও কখনও গর্ভাবস্থার প্রাথমিক অবস্থায় এই ঘটনা ঘটে ও পরে আমার টেস্ট পজিটিভ হয়।”
এর পরে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রেগনেন্সির পরীক্ষার জন্য গেলে নিশ্চিত হয় যে 4 সপ্তাহ আগে তিনি গর্ভবতী হয়েছেন। যদিও প্রেগনেন্সি ডিটেক্ট করার জন্য Apple Watch -এ কোন অফিশিয়াল ফিচার নেই। তবে বার বার অস্বাভাবিক জিনিস খুঁজে টেক প্রেমীদের চমকে দিয়েছে এই ডিভাইস।
সম্প্রতি Apple Watch -এ মহিলাদের ঋতুচক্র ট্র্যাক করার জন্য বিশেষ ফিচার যুক্ত হয়েছে। এই জন্য এই স্মার্টওয়াচে iOS 16 আপডেট ইনস্টল করতে হবে। এর পরে মহিলা ব্যবহারকারীদের ঋতুচক্র সম্পর্কে বিশদ বিবরণ রেকর্ড করতে সাহায্য করবে এবং তাদের এই বিষয়ে বিস্তারিত ট্র্যাকিংয়ে সাহায্য করবে এই ডিভাইস। Apple Watch Series 8 এবং Apple Watch Ultra -র সঙ্গে সংস্থার তরফে শরীরের তাপমাত্রা সেন্সর ব্যবহার করা হয়েছে যা মহিলাদের স্বাস্থ্য ট্র্যাক করতে পারে এবং কবে পিরিয়ড হতে পারে তা আগে থেকে নির্ণয়ে সক্ষম। মহিলাদের স্বাস্থ্যের ট্র্যাকিংয়ের জন্য বিশেষ ফিচার থাকলেও এখনও প্রেগনেন্সি ডিটেকশনে এই স্মার্টওয়াচে কোন বিশেষ ফিচার দেয়নি মার্কিন টেক সংস্থাটি।
সূত্র: এই সময়
প্রথমবারের মতো মায়ের বুকের দুধে মাইক্রো প্লাস্টিক পেলেন বিজ্ঞানীরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।