বিনোদন ডেস্ক : একটা ধারণা প্রচলিত আছে যে, তারকাদের বিয়ে করতে নারী ও পুরুষ ভক্তরা কতই না কাণ্ড করেন। কিন্তু স্বপ্নের রাজা বা রানিকে পেতে তারকারাও যে ঘুরে বেড়ান তার নজির আছে ভুড়ি ভুড়ি। যেমন ভারতের পেস তারকা ইশান্ত শর্মা। ২০১৬ সালে প্রতিমা সিংকে বিয়ে করেন তিনি। এর আগে রীতিমতো ডুবে ডুবে জল খেয়েছেন তারা। এত দিন পর ইশান্ত জানালেন তাঁদের প্রথম দিনের সাক্ষাতের গল্প।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের একটি অনুষ্ঠানে ইশান্ত এসব তথ্য জানিয়েছেন। তারকাদের জীবনে অনেক ভাঙা-গড়া থাকলেও ইশান্ত-প্রতিমার বিবাহিত জীবন জমিয়ে চলছে। প্রতিমা তখন পুরোদস্তুর বাস্কেটবল খেলোয়াড়। ভারত জাতীয় বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করা প্রতিমাকে প্রথমবার দেখেই নাকি প্রেমে পড়েছিলেন ইশান্ত। প্রথম দেখাতেই বুকের ভেতর হাতুড়ি পেটা শুরু হয় তার। সিদ্ধান্ত নিয়ে নেন, এই মেয়েটিকেই বিয়ে করতে হবে।
ইশান্তের ভাষায়, ‘এক বন্ধু স্থানীয় এক বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল। সেখানে আমি ছিলাম প্রধান অতিথি। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাই। আসলে প্রথম দিনেই টের পাই প্রতিমাকে আমি বিয়ে করতে চাই। পরের দিন থেকেই বাস্কেটবল টুর্নামেন্টে নিয়মিত যেতে শুরু করি। তবে শুরুতে একটু লাজুক ছিলাম। এমনকি কথাও বলিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে আকারে-ইঙ্গিতে তাকে একবার বুঝিয়েছিলাম, কথা বলা জরুরি। তাকে প্রেমের প্রস্তাব দিতেই আমার এক বছর লেগে যায় এবং এরপর প্রস্তাব দেই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



