জুমবাংলা ডেস্ক: সাতক্ষীরার কলারোয়ায় প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় দুঃখে মাথা ন্যাড়া করার পর দুধ দিয়ে গোসল করেছেন আহাদ আলী (২০) নামে এক যুবক।
Advertisement
আজ শনিবার বেলা ১১টার দিকে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন বলেন, গোয়ালপাড়া গ্রামের আহাদ আলীর সঙ্গে একই গ্রামের এক স্কুলছাত্রীর কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। সপ্তাহ খানেক আগে ওই স্কুলছাত্রীর সঙ্গে পাশের গ্রামের এক যুবকের বিয়ে হয়। এতে আহাদ আলী মানসিকভাবে ভেঙে পড়েন। ক্ষোভে তিনি নিজ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করার সিদ্ধান্ত নেন।
পরে পরিবার ও আশপাশের লোকজনের উপস্থিতিতে তিনি আজ শনিবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেন। বর্তমানে ওই যুবক নিজ বাড়িতে অবস্থান করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।