প্রেমিকার মামলায় কারাগারে তরুণ

জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক তরুণীর অভিভাবকের দায়ের করা মামলায় শাহিন মিয়া নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার গ্রেপ্তার শাহিনকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শাহিন মিয়া উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত তরুণ শাহিন মিয়ার সঙ্গে ওই তরুণীর এক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। প্রেমের সম্পর্কের জেরে বিয়ের আশ্বাসে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে শাহিন। সবশেষ ১৫ সেপ্টেম্বর অভিযুক্ত শাহিন ওই তরুণীকে তার বাড়িতে নিয়ে আসে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরদিন শাহিন ওই তরুণীকে বিয়ে না করে পালিয়ে যায়। খবর পেয়ে ওই তরুণীর বাবা এলাকাবাসীর সহযোগিতা তার মেয়েকে শাহিনের বাড়ি থেকে উদ্ধার করেন। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর ওই তরুণীর বাবা বাদী হয়ে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা করেন।

বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে অনুপ্রবেশ ইস্যুতে সরব অমিত শাহ

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জানান, মামলা দায়েরের পর থেকে শাহিন পলাতক ছিল। গ্রেপ্তারের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।