প্রেমিকাসহ ক রো নায় আক্রান্ত অভিনেতা দেব

বিনোদন ডেস্ক : প্রেমিকাসহ ক রো নায় আক্রান্ত অভিনেতা দেব। গুঞ্জনই সত্যি হলো, ক রো না আক্রান্ত হয়েছেন ওপার বাংলার অভিনেতা দেব। একই সঙ্গে তার প্রেমিকা ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রও কো ভি ড পজিটিভ।

অভিনেতা দেব

মঙ্গলবার (০৪ জানুয়ারি) রাতে অভিনেতা দেব ক রো না আক্রান্ত, এমন গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন অভিনেতা দেব জানান, তিনি টেস্ট করালেও রিপোর্ট হাতে পাননি, তাই আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলতে পারছেন না।

এরপর বুধবার (০৫ জানুয়ারি) রাতে টুইট করে এই অভিনেতা ক রো না আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। প্রায় একই সময়ে টুইট করে রুক্মিণী জানান, তিনিও কোভিড পজিটিভ। এই নিয়ে দ্বিতীয়বারের মতো আক্রান্ত হলেন এই অভিনেত্রী।

দেব লেখেন, ‘সবাইকে ধন্যবাদ। রেজাল্টে আমি পজিটিভ। কিন্তু আমার কোনো উপসর্গ নেই। আমি বাড়িতেই আইসোলেশনে রয়েছি। ’ তবে বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন রুক্মিণী। তিনি জানান, আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

প্রেমিকা সুমির বিয়ের প্রস্তাবে যা বলেছিলেন সালমান খান

ক রো নার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন ওপার বাংলার বহু তারকা। তাদের মধ্যে রয়েছেন সৃজিত, পার্ণো, শ্রীজাত, রাজ-শুভশ্রী, পরমব্রত, রুদ্রনীল ও মিমি, অভিনেতা দেব সহ আরও বেশ কয়েকজন। ক রো না র কারণে এরই মধ্যে বাতিল করা হয়েছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা ৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল।

আরও পড়ুন : টালিউডে অভিনেতা দেব এর ছবি দিয়েই আশার আলো। ঢাকাই ছবির মতো পুরো বছরটা খুঁড়িয়ে চলেছে টালিউডও। কলকাতার বাংলা ছবির এই ইন্ডাস্ট্রিতে অক্টোবরের আগ পর্যন্ত ১৩টি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু দীর্ঘ লকডাউন কাটিয়ে অনভ্যস্ত দর্শককে হলে ফেরানোটা যেমন ছিল কঠিন, তেমনই চ্যালেঞ্জের।

চিত্রটা বদলায় অক্টোবরের শুরুতে। অভিনেতা দেব প্রযোজিত ও ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘গোলন্দাজ’ মুক্তি পায় ১০ অক্টোবর। এ ছবিটি দর্শক দারুণভাবে গ্রহণ করেন। হলে ভিড় করে ‘গোলন্দাজ’ দেখতে শুরু করেন দর্শক। এ ছবির হাত ধরেই চলতি বছর প্রথম ব্যবসায়িক সাফল্যের মুখ দেখে টালিউড।

বরফের চাদরে ঢাকা পড়লো দার্জিলিং

এরপর দেব প্রযোজিত আরেক ছবি ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’ রিলিজ দেওয়া হয় টেলিভিশনে। অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এ ছবিটিও ভালোই প্রশংসা পেয়েছে।

অভিনেতা দেব প্রযোজিত বছরের সর্বশেষ ছবি ‘টনিক’ মুক্তি পেয়েছে ২৪ ডিসেম্বর। মুক্তির পরই সমস্ত রেকর্ড ছাপিয়ে ফেলেছে ‘টনিক’। শো হাউসফুল তো বটেই, এমনই অবস্থা, টিকিটও নাকি পাওয়া যাচ্ছে না!

বাধ্য হয়ে অতিরিক্ত শোয়ের ব্যবস্থা করেছে মাল্টিপ্লেক্স। দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা-সাংসদ অভিনেতা দেব। টুইটারে লিখেছেন, ‘করোনা পরবর্তী সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে টনিক। অনুরাগীদের ভালবাসা আর ভরসার জন্য ধন্যবাদ।’

এই সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা

‘টনিক’ ছবির হাল ধরেছেন দুই অভিনেতা— পরাণ বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা দেব। দুই প্রজন্মের গল্প বলছে এই ছবি। ‘টনিক’ করতে গিয়ে আশি বছর বয়সেও বিরাট ঝুঁকি নিয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে চড়েছেন, বেলুন ধরে উড়েছেন। ছবির ট্যাগলাইন ‘নো প্যানিক অনলি টনিক’ মনে ধরেছে দর্শকদের।

‘টনিক’ পরিচালনা করেছেন অভিজিৎ সেন। প্রযোজনায় বেঙ্গল টকিজ, সহ প্রযোজনা করেছে অভিনেতা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। সংগীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।