স্বামীর বিবাহ বহির্ভূত পরকীয়া সম্পর্ক হাতেনাতে ধরতে এক নারী তার স্বামীর পিছু নেন। হঠাৎই ভারতের মুম্বাইয়ের পেদ্দার রোডে স্বামীর রেঞ্জ রোভার গাড়ি আটকে দেন তিনি। তারপর গাড়ির বনেটে উঠে পড়েন। অভিযোগ সেসময় তার স্বামীর গাড়িতে ছিলেন পরকীয়া প্রেমিকা।
এই ঘটনায় ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে যায় একের পর এক গাড়ি। তৈরি হয় ট্রাফিক জ্যাম। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাঝ রাস্তায় দাঁড় করিয়ে গাড়ির বনেটে উঠে তুলকালাম বাধিয়ে দেন স্ত্রী। পুলিশের অনুরোধেও নামছেন না তিনি। তারপর স্বামী গাড়ি থেকে নামতেই তাকে লাথি মারলেন স্ত্রী।
এই সময় ওই গাড়িতে বসে থাকা নারী গাড়িটিকে রাস্তার পাশে নিয়ে যাচ্ছিলেন। তা দেখতে পেয়েই ফের ছুটে গাড়ির কাছে চলে যান। তারপর দরজা খুলে ওই নারীকেও হেনস্তা করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।