দুবাই ঘুরতে গিয়ে এই ‘সেভেন স্টার হোটেল’ই থাকছেন তিনি প্রেমিকের সাথে।
দুবাই থেকে একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে চলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিপাড়ার খবর প্রেমিক অভিরূপ নাগচৌধুরীও দুবাইয়ে রয়েছেন। গত বছরের মাঝামাঝি থেকেই তাঁদের সম্পর্ক।
দুবাইয়ের বুর্জ আল আরব থেকে আজকের ছবিগুলি শেয়ার করেছেন শ্রাবন্তী। দুবাইয়ে পারস্য উপসাগরের একটি কৃত্রিম দ্বীপে দাঁড়িয়ে আছে এই হোটেল। দেখতে অনেকটা পালতোলা নৌকার মতো. যা পরিচিত সারা বিশ্বের মানুষের কাছেই।
সোনার ছটা হোটেলের চারিদিকে। অন্দরসজ্জা, ঝাড়বাতি থেকে আসবাবপত্র— সব কিছুতেই খাঁটি সোনা রয়েছে। বিশ্বের উচ্চতম হোটেলগুলির মধ্যে এটি অন্যতম। বিলাসবহুল হোটেল, শপিং কমপ্লেক্স কি নেই এর অন্দরে।
আর দুবাইয়ের এই বিলাসবহুল ঠিকানাতেই রয়েছেন টলিউডের নায়িকা শ্রাবন্তী। সেখানের করিডর থেকে শুরু করে স্যুইট, নানা জায়গা থেকে ছবি শেয়ার করে নিতে ভোলেননি সোশ্যাল মিডিয়ায়। আপনাদের বলে দেই, এখানে একরাত থাকতে খরচ পড়ে প্রায় দেড় লক্ষ টাকা। ডুপ্লে স্যুইটগুলিতে ১ রাত কাটানোর খরচ ৮ লক্ষ টাকারও বেশি।
শ্রাবন্তীর বিলাসবহুল ছুটি কাটানো দেখে তাই চোখ কপালে উঠেছে নেটপাড়ার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।