জুমবাংলা ডেস্ক : বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের শিলেরঝিরি এলাকায় ৪ সন্তানের জননী রাখেলা বেগম (২৬) তার প্রেমিক গুরা মিয়া (২১) এর সাথে পালিয়েছে বলে জানিয়েছেন, রাখেলার স্বামী মোঃ সালাউদ্দিন। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে নিখোঁজ ডায়েরি করতে রাখেলার স্বামী লামা থানা পুলিশের সহায়তা কামনা করেছেন।
সালাউদ্দিন জানায়, বুধবার আনুমানিক সকাল ১০টায় আমার স্ত্রী কাউকে কিছু না বলে আমার ছোট সন্তানটিকে সাথে নিয়ে তার প্রেমিক গুরা মিয়ার সাথে পালিয়ে গেছে। গুরা মিয়া আমাদের পার্শ্ববর্তী বমু বিলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুকুরিয়া খোলা এলাকার আবু কালামের ছেলে। সে পেশায় একজন দিনমজুর। আমার ৪ জন ছেলেমেয়ে। সে আমার ৩ বছরের ছোট সন্তান মোঃ শামীম কে নিয়ে গেছে। তার জীবনের নিরাপত্তা নিয়ে আমি শংকিত। আমি বাকী ৩টি সন্তান নিয়ে কি করব ভেবে পাচ্ছিনা। মা’কে না পেয়ে সন্তানরা কান্না করছে।
এদিকে বুধবার সকাল থেকে গুরা মিয়াতে এলাকায় দেখা যাচ্ছেনা বলে জানায় বমু বিলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম। গজালিয়া ১নং ওয়ার্ডের মেম্বার আবু তৈয়ব বলেন, গুরা মিয়ার সাথে সালাউদ্দিনের স্ত্রী রাখেলা বেগম পালানোর বিষয়টি নিশ্চিত হতে পেরে আমরা নিখোঁজ ডায়েরি করতে লামা থানায় এসেছি। গুরা মিয়া (০১৮৮১৬৯৭২০৬) নাম্বার থেকে সালাউদ্দিনের স্বজনদের ফোন করে রাখেলা নিয়ে যাওয়ার বিষয়টি জানায়। সে বলে, খোঁজাখুঁজি করে কোন লাভ নেই, আমাদের পাবে না। গত ৪ মাস আগে গুরা মিয়া সালাউদ্দিনের স্ত্রী রাখেলা বেগম কে একটি মোবাইল উপহার দেয়। সেই বিষয়ে তাদের সংসারে অনেক ঝামেলা হয়। পরে স্থানীয়ভাবে আমরা তা মীমাংসা করে দিই।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রাথমিক ভাবে সালাউদ্দিনকে তার স্ত্রীকে আশপাশে খুঁজে দেখতে বলা হয়েছে। খোঁজাখুজি করে না পেলে নিখোঁজ ডায়েরি নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।