বিনোদন ডেস্ক : অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি। ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন অনেকদিন থেকেই উড়ছে। এবার রাহুলের সঙ্গে সুনীল কন্যার একটি ছবি সেই গুঞ্জন উসকে দিয়েছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন রাহুল। এর ক্যাপশনে লিখেছেন, ‘হ্যালো, দেবী প্রসাদ?’ এটি সুনীল শেঠি অভিনীত হেরা ফেরি সিনেমার জনপ্রিয় একটি সংলাপ। এখানেই শেষ নয়, ছবির নিচে মন্তব্যও করেছেন সুনীল শেঠি।
চলতি বছরের ফেব্রুয়ারির দিকে আথিয়া-রাহুলের প্রেমের সম্পর্ক শুরু। বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের মাধ্যমে এ দুজনের পরিচয়। গত এপ্রিলে ইনস্টাগ্রামে রাহুল-আথিয়ার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন আকাঙ্ক্ষা। এরপর প্রায়ই আথিয়া-রাহুলকে একসঙ্গে দেখা যায়। পাশাপাশি ইনস্টাগ্রামেও ছবি পোস্ট করেন তারা। জানা গেছে, প্রেমের সম্পর্ক বেশ গুরুত্ব সহকারে দেখছেন এই জুটি।
যদিও ক্রিকেটার লোকেশ রাহুলের প্রেমের গুঞ্জন নতুন নয়। এর আগে বলিউড অভিনেত্রী নিধি আগরওয়াল ও সোনাল চৌহানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। তবে দুজনই তা অস্বীকার করেছেন।
২০১৫ সালে হিরো সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আথিয়া। চলতি বছর তার মতিচুর চাকনাচুর সিনেমাটি মুক্তি পায়। এতে তার বিপরীতে ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।