
জুমবাংলা ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গরু চোর সন্দেহে দুই তরুণকে আটক করেছে এলাকাবাসী। পুলিশ বলছে, তারা তদন্ত করে জানতে পারে এক কিশোরীর (১৬) সঙ্গে প্রেমের সূত্র ধরে ওই দুই তরুণ বরিশাল থেকে সেখানে গেছেন। এরপর ওই কিশোরীর পরিবারের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। দুই তরুণকে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে আটক করা হয়।
বুধবার বিকালে কিশোরীর নানা বাদী হয়ে থানায় মামলা করেন। আদালত দুই তরুণকে কারাগারে পাঠিয়েছেন। ওই দুই তরুণ হলেন, ঝালকাঠির নলছিটি উপজেলার রুস্তম গাজীর ছেলে রবিউল ইসলাম (২০) ও বরিশালের উজিরপুর উপজেলার হিরণ বিশ্বাসের ছেলে হাসিব বিশ্বাস (২২)।
পুলিশের কাছে এই দুই তরুণ জানিয়েছেন, হাসিবের সঙ্গে ওই কিশোরীর মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক রয়েছে। হাসিব এসেছেন রবিউলের সহযোগী হিসেবে। এই দুই তরুণের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে এই দুই তরুণ গোদাগাড়ীর ওই কিশোরীদের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে গরুচোর সন্দেহে তাঁদের ধাওয়া করেন। তাঁরা সেখান থেকে দৌড়ে পালালেও চার থেকে পাঁচ কিলোমিটার দূরে উপজেলার বিজয়নগর গ্রামে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়েন।
ওই গ্রামে যারা গরুচোর ঠেকাতে গোয়ালঘর পাহারা দিচ্ছিলেন, তাঁরা তাঁদের আটক করেন। বাড়ি বরিশালে শুনে এলাকাবাসীর সন্দেহ আরও বেড়ে যায়। পরে তাঁদের আটকে রেখে গরুচোর ধরা পড়েছে বলে পুলিশে খবর দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।