‘প্রেমের বিয়েতেই বেশি বিচ্ছেদ’
আন্তর্জাতিক ডেস্ক : প্রেমের বিয়েতেই সম্পর্ক বেশি ভাঙে। ভারতের সুপ্রিম কোর্ট বুধবার একটি মামলার রায় দিতে গিয়ে একথা বলেছে। বিচারপতি ডি আর গাভাই ও বিচারপতি সঞ্জয় কারলার ডিভিশন বেঞ্চ বিবাহ বিচ্ছেদের একটি মামলা শুনছিলেন। এই মামলা চলাকালীন এক আইনজীবী জানান, বিবাহ বিচ্ছেদে ইচ্ছুক এই দম্পতি প্রেম করে বিয়ে করেছিলেন।
বিচারপতি গাভাই বিষয়টি শুনে মন্তব্য করেন যে, ভারতে বছরে যতগুলো বিবাহ বিচ্ছেদ হয় তার বেশিরভাগই প্রেমের বিয়ে। বিচারপতি সঞ্জয় কারলা মন্তব্য করেন, প্রেমের কাজলমাখা চোখে অন্যপক্ষের দোষত্রুটি ধরা পড়ে না। এই কাজল মুছে যেতেই বিচ্ছেদের বাজনা বেজে ওঠে। দুই বিচারপতিই একমত হন যে, সম্বন্ধ করা বিয়ের ক্ষেত্রে ধীরে ধীরে বোঝাপড়া গড়ে ওঠে।
উল্লেখ্য, ভারতীয় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতিকে নিয়ে গড়া সাংবিধানিক বেঞ্চ এ মাসের শুরুর দিকে রায় দেয় যে, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ৬ মাস অপেক্ষা করাটা বাধ্যতামূলক নয়। সম্পর্ক যেখানে জোড়া লাগার অবকাশ নেই সেখানে সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করে তাৎক্ষণিক বিচ্ছেদ মঞ্জুর করা যেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।