জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের মাফলার নিয়ে বেশ আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার সেই মাফলার নিয়ে বেশ রসিকতা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।
শনিবার (১ ফেব্রুয়ারি) শফিকুল আলম তার এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আলোচিত ও বিতর্কিত সেই বারবেরি মাফলার’টি বিক্রি করা হবে। যার আসল দাম ৮৬,৬০০ টাকা। কোনো সহৃদয় ব্যক্তি এই মাফলার কিনতে চাইলে অভয়ারণ্য – বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে সমপরিমাণ অর্থ দিয়ে দিন। অভয়ারণ্য প্রাণীকল্যাণে কাজ করা আমার প্রিয় একটি সংগঠন।’
তিনি আরও লেখেন, ‘তবে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থকদের জন্য মাফলারটির বিশেষ মূল্য মাত্র ৮৬,৬০০ ডলার। চিন্তার কিছু নেই, আপনাদের পরিচয় গোপন রাখা হবে।’
সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ভালো
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।