
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম চারটি ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল ইংল্যান্ড। এবার পঞ্চম ম্যাচে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চার নিশ্চিত হয় তাদের। পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ রানে হেরেছে ইয়ন মরগানের দল। কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে সেটি কোনো প্রভাব ফেলেনি।
শনিবার (৬ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রানেই থেমে যায় ইংলিশদের ইনিংস। ফলে ১০ রানের জয় পেয়েছে প্রোটিয়ারা।
ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেছেন মঈন আলি। এছাড়া ডেভিড মালান ৩৩, লিভিংস্টোন ২৮, জস বাটলার ২৬, জেসন রয় ২০ ও অধিনায়ক ইয়ন মরগান ১৭ রান করেন। এক পর্যায়ে মনে হচ্ছিল ইংলিশরা জিতে যাবে। শেষ ৬ বলে তাদের প্রয়োজন হয় ১৪ রানের এবং হাতে ছিল ৫টি উইকেট। তখন ক্রিজে ব্যাট করছিলেন ক্রিস ওকস ও মরগান। শেষ ওভারে বল করতে আসেন কাগিসো রাবাদা। ঠিক ওই সময় প্রথম তিন বলে ওকস, মরগান ও ক্রিস জর্ডানকে ফিরিয়ে দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। একই সঙ্গে দলের জয়ও নিশ্চিত করেন।
প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন রাবাদা। এছাড়া শামসি ও প্রিটোরিয়াস ২টি করে এবং নর্টজে নেন একটি উইকেট। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন প্রোটিয়া ব্যাটার ভেন ডার ডুসেন। তিনি দলটির পক্ষে সর্বোচ্চ ৯৪ রান করেন। ৬০ বলে সাজানো তার ইনিংসটিতে ছিল ৬টি ছয় ও ৫টি চারের মার। এছাড়া মার্করাম ৫২ ও ডি কক করেন ৩৪ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


