স্পোর্টস ডেস্ক : সিরিজ শুরু হয়েছিল হার দিয়ে। তবে প্রথম ম্যাচ হারলেও তারপর টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ ইমার্জিং প্লেয়ার্স নারী দল। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং প্লেয়ার্স নারী দলকে আজ সিরিজের তৃতীয় ম্যাচে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
১৭৬ রানের জবাব দিতে নেমে প্রোটিয়াদের পাত্তাই দেয়নি বাংলাদেশের মেয়েরা। প্রথম উইকেটে ৭৫ রান তোলেন দুই ওপেনার মোরশিদা খাতুন ও শারমিন আক্তার। মোরশিদা ৩১ রান করে রান আউট হলেও শারমিন অপরাজিত ছিলেন দলের জয় নিশ্চিত হওয়া অবধি।
তিনে নেমে অধিনায়ক নিগার সুলতানাও দুর্দান্ত ব্যাটিং করেছেন। দ্বিতীয় উইকেটে দুজন ১০৭ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন। শারমিন আক্তার শেষ পর্যন্ত ১৩৭ বলে ১০ চারে ৮৩ রানে অপরাজিত ছিলেন। ৮৪ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন নিগার সুলতানা।
এর আগে স্পিন ভেল্কি দেখিয়েছেন ফাহিমা খাতুন, নাহিদা আক্তার ও খাদিজাতুল কুবরা। ফাহিমা ১০ ওভারে মাত্র ৩২ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। ১০ ওভারে ৪২ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন খাদিজাতুল কুবরা। একটি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও শাইলা শারমিন। নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।