বিনোদন ডেস্ক : প্রয়াত স্ত্রীর স্বপ্ন পূরণ করলেন বনি কাপুর। গৌরী শিণ্ডের ‘ইংলিশ ভিংলিশ’ ছবি দিয়ে বলিউডে কামব্যাক করেছিলেন শ্রীদেবী। পরে সে ছবি তামিলে রিমেড হয়। সেখানে ক্যামিও রোলে ছিলেন কলিউড সুপারস্টার অজিত কুমার। অজিতের সঙ্গে শ্রী-র শুটিং করার অভিজ্ঞতা ছিল দারুণ। সে কথা বনির সঙ্গে শেয়ারও করেছিলেন তিনি।
এরপরই বনির কাছে আবদার করেছিলেন, এমন কোনও তামিল ছবি বনি প্রযোজনা করুন, যেখানে মুখ্য চরিত্রে থাকবেন অজিত। এরপর সময় এগিয়ে গিয়েছে অনেকটা। শ্রীদেবীও চলে গিয়েছেন অনেক দূর। কিন্তু স্ত্রীর আবদার ভোলেননি বনি।
আগামী ৮ অগস্ট মুক্তি পাচ্ছে তামিল ছবি ‘নেরকোন্ডা পারবাই’। যে ছবির মুখ্য ভূমিকায় অজিত কুমার। আর প্রযোজক বনি কাপুর। মঙ্গলবারই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হল এই ছবির প্রিমিয়ার শো।
এদিনই ট্যুইটারে বনি লেখেন, ”আমি শ্রীদেবীর স্বপ্ন সফল করতে পারলাম।” ‘নেরকোন্ডা পারবাই’ বলিউড ছবি ‘পিঙ্ক’—এর তামিল ভার্সন। পরিচালক এইচ বিনোদ। অমিতাভ বচ্চনের চরিত্রটিতে দেখা যাবে অজিত কুমারকে। এছাড়াও রয়েছেন শ্রদ্ধা শ্রীনাথ, অবিরামী ভেঙ্কটাচালম, আন্দ্রিয়া তারিয়াং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।