বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : থাকছে না আর প্লাষ্টিক কার্ডের সিম। দ্রুত সময়ের মধ্যেই মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলো তাদের সিম নেটওয়ার্কের ধরণে পরিবর্তন আনতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ই-সিম সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে গ্রামীনফোন। অনেক মোবাইল ফোন ব্যবহারকারীর ধারণা নেই, কীভাবে এই ই-সিম কাজ করে। আবার কোন কোন ফোন ই-সিম ব্যবহার যাবে সে সম্পর্কেও ধারণা নেই।
ই-সিম কী?
ই-সিম এর পূর্ণরূপ embedded sim এর আকার সাধারণ সিম কার্ডের তুলনায় কয়েকগুন ছোট। ই-সিম হলো একটি ছোট প্রোগ্রামেবল চিপ যা ফোনের মাদারবোর্ড এর মধ্যে যুক্ত থাকে।
সাধারণত একটি সিম কার্ডে দিয়ে একটি কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করা যায়। কিন্তু ই-সিম এর মাধ্যমে আপনি চাইলে যেকোনো কোম্পানির সেবা বা নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। এজন্য আপনাকে ফোন থেকে সিম কার্ড খুলে পরিবর্তন করতে হবে না। ই-সিম এর মাধ্যমে খুব সহজেই আপনি যেকোনো কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।
এবার দেখে নেওয়া যাক কোন কোন ফোনে ই-সিম ব্যবহার করা যাবে- বাজারে আসা নতুন নতুন অনেক স্মার্টফোনে ই-সিম ব্যবহার করার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে
Google Pixel 6 Pro, Google Pixel 6, Google Pixel 5, Google Pixel 4, Google Pixel 4a, Google Pixel 4 XL, Google Pixel 3, Google Pixel 3 XL, Google Pixel 3a, Google Pixel 3a XL
Huawei P40, Huawei P40 Pro, Huawei Mate 40 Pro Samsung Galaxy Fold, Samsung Galaxy Note20, Samsung Galaxy Note20 Ultra, Samsung Galaxy S22, Samsung Galaxy S22+, Samsung Galaxy S22 Ultra, Samsung Galaxy S21 5G, Samsung Galaxy S21+ 5G, Samsung Galaxy S21 Ultra 5G, Samsung Galaxy S20, Samsung Galaxy S20+, Samsung Galaxy S20 Ultra, Samsung Galaxy Z Flip, Samsung Galaxy Z Fold 2, Samsung Galaxy Z Fold 3 5G, Samsung Galaxy Z Flip 3 5G Fold, Samsung Galaxy Z Flip 3 5G Sony Xperia 10 III Lite
এছাড়া আইফোন সিরিজের মধ্যে রয়েছে : iPhone 13 Pro Max, iPhone 13 Pro, iPhone 13 mini, iPhone 13, iPhone 12 Pro Max, iPhone 12 Pro, iPhone 12 mini, iPhone 12, iPhone 11 Pro Max, iPhone 11 Pro, iPhone 11, iPhone XS, iPhone XS Max, iPhone XR, iPhone SE 2 (2020)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।