আইপিএলে নিজেদের ইতিহাসে এমন বাজে শুরু খুব একটা দেখতে হয়নি চেন্নাই সুপার কিংসকে। প্রথম ম্যাচে জয়ের পর দলটি টানা পাঁচটি ম্যাচ হেরেছে। আইপিএলে এর আগে কখনোই টানা ৫ ম্যাচ হারেনি দলটি। যদিও এখনই প্লে-অফের দৌড় থেকে নিজেদের সরিয়ে নিতে নারাজ চেন্নাই। দলের ব্যাটিং কোচ মাইক হাসিও সবশেষ ম্যাচের পর বলেছিলেন, এখনো নিজেদের আশা হারাচ্ছেন না তিনি।
রাউন্ড রবিন পদ্ধতিতে চেন্নাইয়ের বাকি রয়েছে আটটি ম্যাচ। আর এখান থেকেই দলকে প্লে-অফ পর্যন্ত যাওয়ার রাস্তা খুঁজতে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের। তবে চেন্নাইয়ের জন্য প্রত্যাশার কথা, দলের সবচেয়ে নির্ভরযোগ্য ও সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আবারও নেতৃত্বে ফিরেছেন।
যদিও ধোনির নেতৃত্বে প্রথম ম্যাচে ভাগ্যটাকে বদলানো হয়নি তাদের। কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হয়েছে বড় ব্যবধানে। তবে পরিসংখ্যান আর কাগুজে হিসেব বলছে, এখান থেকেও প্লে-অফে যেতে পারে চেন্নাই।
বাকি সব ম্যাচ জিতলে– প্লে-অফ নিশ্চিত (১৮ পয়েন্ট)
চেন্নাইয়ের প্লে-অফে যাওয়ার সবচেয়ে সহজ সমীকরণ– তাদের বাকি আটটি ম্যাচই জিততে হবে। এর ফলে তারা ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছাতে পারবে। যদিও এজন্য নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে নতুন ইতিহাস গড়তে হবে। এর আগে মহেন্দ্র সিং ধোনির দল সর্বোচ্চ সাত ম্যাচ টানা জিতেছিল ২০১৩ সালে। সেবারে তারা ফাইনালে পৌঁছালেও হেরে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে।
এবার যদি তারা আটটি ম্যাচ টানা জিতে, সেটি হবে তাদের ইতিহাসে প্রথম। এর আগে কলকাতা নাইট রাইডার্স (২০১৪-১৫ সালে ১০ ম্যাচ) ও কিংস ইলেভেন পাঞ্জাব (২০১৩-১৪ সালে ৮ ম্যাচ) এমন কীর্তি করেছিল।
অন্তত ৭টি ম্যাচ জিতলে– জোরালো সম্ভাবনা (১৬ পয়েন্ট)
যদি আটটি ম্যাচ জয় সম্ভব না হয়, তাহলে অন্তত সাতটি ম্যাচ জিততে হবে, যার ফলে তাদের পয়েন্ট হবে ১৬। আইপিএলের অতীত ইতিহাস বলছে, এত পয়েন্ট নিয়েও সাধারণত দলগুলো প্লে-অফে পৌঁছাতে সক্ষম হয়। এই পরিস্থিতিতে তারা একটি ম্যাচ হারতে পারবে।
৬টি ম্যাচ জিতলে– সম্ভাবনা খুব কম (১৪ পয়েন্ট)
আইপিএল ২০২২ সাল থেকে ১০ দলের টুর্নামেন্ট হওয়ায়, ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা অনেক কমে গেছে। আর এইজন্য নির্ভর করতে হবে বাকি দলগুলোর পয়েন্টের ওপর। যেমন ২০২২ সালে চারটি দল ১৪ পয়েন্ট পেয়েছিল রবিন রাউন্ড পদ্ধতির খেলা শেষে, সেবারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেট রান রেটের ভিত্তিতে প্লে-অফে গিয়েছিল।
তবে যদি চেন্নাই সুপার কিংস দুইয়ের বেশি ম্যাচ হারে, তাহলে তাদের প্লে-অফে ওঠার আর কোনো সুযোগ থাকবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।