দেশে অবস্থান করেও আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে উচ্চস্তরের কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে আজিম (২৮) ও বৃষ্টি (২৮) নামে এক যুগলকে গ্রেফতার করেছে সিআইডি।
সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৩টায় বান্দরবান জেলার হাজীপাড়ার বালাঘাটা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আজিম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বুরুমছড়ার, আর বৃষ্টি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামের।
সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতাররা শুধু নিজের ভিডিও তৈরি করত না, বরং অন্যদেরও এ কার্যক্রমে যুক্ত করার চেষ্টা করছিল।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তাদের ভিডিও ২০২৪ সালের মে মাসে প্রথম প্রকাশিত হয় এবং এক বছরে ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লাখেরও বেশিবার দেখা হয়েছে।
তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একাধিক আন্তর্জাতিক ওয়েবসাইটে ভিডিও আপলোড করত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাত।
নতুন ক্রিয়েটরদের প্রলুব্ধ করার জন্য টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রামে বার্তা প্রদান করত। নতুনদের টেলিগ্রামের মাধ্যমে যুক্ত হলে নগদ অর্থ দেওয়া হবে বলে বিজ্ঞাপন দেয়ার তথ্যও উঠে এসেছে।
দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই যুগল অনলাইনে বিলাসবহুল জীবনধারার ছবি প্রকাশ করত।
সামাজিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক এবং বেআইনি কর্মকাণ্ড হওয়ায় সিআইডির এলআইসি ও সাইবার পুলিশ সেন্টার দ্রুত তাদের গ্রেফতার করে।
তাদের কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপড ও ভিডিও তৈরি সরঞ্জাম জব্দ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।