
জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৮ আগস্ট তার নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পরীক্ষার ফলাফলে ১০ আগস্ট পজিটিভ রিপোর্ট আসে।
এর আগে গত ৮ আগস্ট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের করোনা পজিটিভ এসেছিল।
এ পর্যন্ত ফকিরহাটে করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে মোট ১৬৯ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৩১ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার।
বাগেরহাট জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে মৃতদের মধ্যে ফকিরহাট উপজেলায় ৯ জন, বাগেরহাট সদরে ২ জন, মোরেলগঞ্জে ২ জন, মোংলা উপজেলায় ২ জন, শরণখোলায় ১ জন ও কচুয়ায় ১ জন। সুস্থ হয়েছেন ৫৫০ জন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।
নতুন করোনা আক্রান্তদের বাড়িতে ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। এসব করোনা আক্রান্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



