স্পোর্টস ডেস্ক : তৃতীয় ওভারে বাবর আজম আউট হয়ে সাজঘরে ফেরেন ভুবনেশ্বর কুমারের শর্ট বল খেলতে গিয়ে। এরপর বেশ সতর্ক হয়ে যান মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান। দুজনের জুটিতে রানও আসছিল দ্রুত। কিন্তু বেশি দূর এগোতে পারেনি জুটি।
দলীয় ৪২ রানের মাথায় হঠাৎই উইকেট ছেড়ে সাজঘরের পথ ধরেন ফখর। আবেষ খানের করা ওভারের পঞ্চম বল লাফিয়ে উঠলে সেটি ঠিকঠাক খেলতে পারেননি ফখর। বল চলে যায় উইকেট রক্ষক দীনেশ কার্তিকের হাতে।
কেউ আবেদনই করেননি উইকেটের। আম্পায়ারও বুঝতে পারেননি। স্বাভাবিক ছিল সবাই। কিন্তু ফখরের উইকেট ছেড়ে চলে যাওয়া দেখে টিভি আম্পায়ার চেক করে দেখেন হালকা ব্যাটে লেগেছিল বল। সেটি বুঝতে পেরেই নিজ থেকে চলে যেতে থাকেন মাঠ ছেড়ে।
এর আগে ৬ বলে করেছেন ১০ রান। রিজওয়ানের সঙ্গে ফখরের জুটি থামে ১৯ বলে ২৭ রানেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।