সাইমুল খান
ইমেইল থেকে
প্রশ্ন : শুনেছি যে ঘুমিয়ে চেতন না পেয়ে ফজরের নামাজ জামাতে না পড়তে পারলে, সে যখন ঘুম থেকে উঠবে তখন সঙ্গে সঙ্গে ফজরের নামাজ আদায় করে নিতে হবে। প্রশ্ন হচ্ছে যে, ছেলেদের কোনো অসুবিধা ছাড়া বাড়িতে নামাজ পড়ার নিয়ম নেই। এমতাবস্থায় আমি ঘুম থেকে উঠে নামাজটা বাড়িতে পড়বো নাকি মসজিদেই গিয়ে পড়তে হবে?
উত্তর : এমন নামাজ বাড়িতেই পড়তে হয়। যে নামাজ ঘুমের কারণে ছুটে যায়, এই নামাজটি তো মসজিদে গিয়ে জামাতে পড়া সম্ভব নয়। অতএব, একা কিংবা কাযা হয়ে যাওয়া নামাজ ঘরে পড়ারই নিয়ম। আপনার উল্লেখিত ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের যাওয়ার বিধান নেই। এমন নামাজ ঘরেই পড়বেন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
[email protected]
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।