ফজর চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেন তাসনিয়া ফারিন!

তাসনিয়া ফারিন

অভিনয়ে দেশের দর্শক-সমালোচকদের মন বরাবরই জিতে চলেছেন তাসনিয়া ফারিন। পেয়েছেন কিছু পুরস্কারও। তবে এবার সেই অভিনয়ের স্বীকৃতি মিললো সুদূর ইরান থেকে। চলচ্চিত্র নিয়ে দেশটির বৃহত্তম আয়োজন ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ পুরস্কার পেয়েছেন ফারিন। ঐতিহ্যবাহী এই উৎসবে আছে বাংলাদেশের আরও এক যোগসূত্র।

তাসনিয়া ফারিন

ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে পুরস্কার দিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। ফজর চলচ্চিত্র উৎসবটি ইরানে বেশ ঐতিহ্যবাহী হিসেবে পরিচিত। তবে উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ’এবাউট মাজনুন’ সিনেমাটি।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো ফারিন পুরস্কার ঘোষণার একদিন আগে ইরান ছেড়ে আসেন। তাই সরাসরি উপস্থিত থাকা তার পক্ষে সম্ভব হয়নি। উৎসবের সমাপনী অনুষ্ঠানে তাকে পুরস্কৃত করা হয়। সরাসরি উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে না পারায় তার আফসোস রয়েছে।

সে রাতের ঘটনাটি সামাজিক মাধ্যমে সবার সাথে শেয়ার করেন তিনি। ফাতিমা চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে। প্রথম কোন চলচ্চিত্রে তিনি অভিনয় করলেন এবং পুরস্কার জিতে নিলেন।

২০১৭ সালের ফাতিমা সিনেমার শুটিং শুরু হয়। দীর্ঘ এর শুটিংপর্ব শেষ হয় ২০২৩ সালে। আয়শা মনিকা সহ অনেকেই এখানে অভিনয় করেছেন। ইরানের এ উৎসবে বাংলাদেশের আরো একটি যোগসূত্র রয়েছে। বাংলাদেশ ও গ্রিসের যৌথ প্রযোজনায় একটি সিনেমা নির্মাণ হয়। সেটিও পুরস্কার জিততে সক্ষম হয়েছে।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির অভিনেত্রী আফরিন খান পুরস্কার জিততে সক্ষম হয়েছিলেন। গত পহেলা ফেব্রুয়ারি শুরু হয়েছিল ৪২ তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন মেহরাজ আফঘানি। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বানিয়া সাদি। আরাস্তু খোশরাজম সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।