জুমবাংলা ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী বিভিন্ন জেলা থেকে প্রায় ৮ লাখ লোক সরিয়ে নেয়া হয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ২শ’ কিলোমিটার বেগে বয়ে চলা শক্তিশালী ঘূর্ণিঝড় ফণি’র আঘাত হানার আশংকায় এসব লোককে সরিয়ে নেয়া হলো। বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
ভারতের আবহাওয়া সংস্থা জানায়, অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ফণি ভারতের পুরী শহরের কাছে শুক্রবার বিকেল নাগাদ আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। হিন্দু ধর্মে বিশ্বাসী লোকজনের কাছে পুরী একটি পবিত্র নগরী।
রাজ্যের ত্রাণ বিভাগের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসায় উড়িষ্যা রাজ্যের কমপক্ষে ১৩টি জেলা থেকে রাতে ৭ লাখ ৮০ হাজার লোককে বিভিন্ন নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
এ বিভাগের আরেক কর্মকর্তা এএফপি’কে বলেন, ‘আরও লোকজন নিরাপদ স্থানে চলে যাচ্ছে।’
দশ লক্ষাধিক লোকের থাকার ব্যবস্থা করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি ভবনে প্রায় এক হাজার আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার বঙ্গোপসাগর উপকূল থেকে প্রায় সাড়ে ৪শ’ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং এটি ক্রমেই পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।