Advertisement
এর পাশাপাশি ঘূর্ণিঝড়ের ফলে ট্রেন লাইনের ক্ষয়ক্ষতি যাতে দ্রুত মেরামত করে দেওয়া যায় তার জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর। তাছাড়া কোনও জায়গায় যদি রিলিফ ট্রেন পাঠাতে হয় সে ব্যবস্থাও সেরা রাখা হয়েছে রেলের তরফে। ভদ্রক ভুবনেশ্বর এবং পুরী- এই কয়েকটি জায়গায় ট্রেন চলাচল যাতে সম্পূর্ণভাবে বন্ধ করা যায় তা নিশ্চিত করতে চাইছে রেল।
এদিকে ফণী ওড়িশা উপকূলে আছড়ে পড়লেও তার কিছুটা প্রভাব এসে পড়বে পশ্চিমবঙ্গে আবহাওয়া দপ্তর মনে করছে ওড়িশায় আছড়ে পড়ার পর গতি হারালেও ঘূর্ণিঝড়ের অভিমুখ হতে পারে পশ্চিমবঙ্গ সে ক্ষেত্রে রাজ্যের উপকূল এলাকায় কিছুটা ক্ষয়ক্ষতি সম্ভাবনা আছে। সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।