নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকার সেই জঙ্গি বাড়িতে বিকট শব্দে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আজ সোমবার দুপুর ১.১১ মিনিটে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দাদের এক কিলোমিটার দূরে সরিয়ে নেয়া হয়েছে। দুপুর ১২টা ৫৭ মিনিটে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে রিমোট নিয়ন্ত্রিত রোবটের মাধ্যমে বাড়িটিতে বিস্ফোরক দ্রব্যের সন্ধান পাওয়া যায়। বাড়িটিতে অভিযান চালাচ্ছে বোম ডিসপোজাল ইউনিট।
জঙ্গি আস্তানা সন্দেহ ঘিরে রাখা বাড়িটি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার জয়নাল আবেদীনের। সকাল সাড়ে ৯টার দিকে বাসাটি থেকে আটক করা হয় জয়নাল আবেদীনের ছেলে ফরিদ উদ্দিন রুমি, ২৭, রুমির স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২২) ও রুমির ছোট ভাই জামাল উদ্দিন রফিককে (২৩)। আটক তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
এর আগে সোমবার সকাল ৭টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়ির আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।