Advertisement
জুমবাংলা ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পাঁচতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অনন্ত ১৫ জন।
আজ (১২ নভেম্বর) ভোর ৬টার পর ফতুল্লার লালখাঁর মোড়ে মোক্তার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন গণমাধ্যমকে জানান, ‘আমাদের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। বিস্ফোরণে ওই বাড়ির ৫টি রুমসহ পাশের আরও দুটি বাড়ির দেয়াল উড়ে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এ সময় মায়া রানী নামে ৪০ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ১৫ জন নারী, পুরুষ ও শিশুকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।