বড় রকমের প্রত্যাশা নিয়ে প্লে-অফে পা রেখেছিল বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। পরিকল্পনা ছিল শেষ সময়ে দলে ভালো বিদেশী খেলোয়াড় নিয়ে আসার। কিন্তু প্লে-অফ শুরুর দিনে আশা জাগানিয়া খবর নেই বরিশালের ডেরায়। টুর্নামেন্টের শুরু থেকে দলে থাকা কাইল মায়ার্স ফিরে এলেও রাডারে থাকা বাকি দুই বিদেশি আসছেন না এই বিপিএলে।
লিগ পর্বেই শোনা গিয়েছিল, অ্যাডাম মিলনে আসছেন ফরচুন বরিশালে। কিন্তু আজ প্লে-অফ শুরুর আগে জানা গেল আসছেন না কিউই এই পেসার। ফরচুন বরিশালের এক সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে কিউই এই পেসারের না আসার খবর।
লিগ পর্বে গত ২৯ জানুয়ারির ম্যাচের পর বরিশাল অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, প্লে-অফের আগে বরিশালের সঙ্গে যুক্ত হবেন নিউজিল্যান্ডের পেসার অ্যাডাম মিলনে। দুবাইয়ের আইএল টি-২০ থেকে সরাসরি ঢাকায় যোগ দেবেন তিনি। কিন্তু ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ম্যাচ থাকলেও দুপুর পর্যন্ত মিলনে আসেননি ফরচুন বরিশালে।
প্লে-অফের আগে বরিশালে কিউই পেসার
পরবর্তীতে পক্ষ থেকে ফরচুন বরিশালে যোগাযোগ করলে জানা যায়, কিউই এই পেসারের ব্যস্ততার কারণেই তাকে পাওয়া যাচ্ছে না বিপিএলে। একই অবস্থা আফগানিস্তানের স্পিনার নুর আহমেদের ক্ষেত্রেও। সম্ভাবনা জোরালো থাকলেও তাকে দলে পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা।
বরিশালের জন্য দূর্ভাগ্যের হলেও এবারের বিপিএলে প্লে-অফের আগে যেন রীতিমত তারার হাট বসেছে। এলিমিনেটরের ‘ডু অর ডাই’ ম্যাচের আগে নিজেদের শক্তি বাড়িয়েছে রংপুর রাইডার্স। টি-টোয়েন্টি ক্রিকেটের পরিচিত মুখ আন্দ্রে রাসেল আসছেন উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজি দলে। সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্স।
এদিকে, রংপুরের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে নামার আগে খুলনাও নিজেদের স্কোয়াড শক্তিশালী করছে। তাদের টিমে যোগ দিচ্ছেন দুই ক্যারিবিয়ান তারকা। শিমরান হেটমায়ার এবং জেসন হোল্ডার আসছেন মেহেদি হাসান মিরাজের হয়ে বিপিএল মাতাতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।