স্পোর্টস ডেস্ক: ফরাসি ওপেনের সেমি-ফাইনালে পৌঁছে গেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। কোয়ার্টার-ফাইনালে প্রতিপক্ষ জান্নিক সিনারকে হারিয়েছেন তিনি।
ইতালিয়ান প্রতিপক্ষ প্রথম সেটে নাদালকে প্রায় হারিয়েই দিয়েছিলেন। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে কোনোমতে ৭-৬ গেমে সেটটি টাই করেন ক্লে-কোর্টের রাজা।
কিন্তু টাইব্রেকারে ৭-৪ গেমে জিতে এগিয়ে যান নাদাল। পরের দুই সেটে আর পাত্তাই পাননি সিনার। ৬-৪ ও ৬-১ গেমে জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন এ টেনিস মেগাস্টার।
প্রসঙ্গত, শেষ চারে আর্জেন্টাইন প্রতিপক্ষ শোয়ার্টজম্যানের বিপক্ষে লড়বেন ১২ বারের ফ্রেঞ্চ ওপেন জয়ী নাদাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।