ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে এক কিশোরীকে (১৭) একদিন একরাত আটকে রেখে হাত-পা বেঁধে ধ’র্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকাবাসী এক যুবককে আ’টক করে পুলিশে সোপর্দ করেছে। এছাড়া শুক্রবার দুইজনকে আসামি করে ফরিদপুর কোতয়ালি থানায় নারী ও শিশু নি’র্যাতন দমন আইনে মামলা করেছেন ওই কিশোরীর মা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে আসেন গদাধরডাঙ্গী গ্রামের মো. আশিক বিশ্বাস (২৪) ও তার সহযোগী একই ইউনিয়নের পাটপাশা এলাকার বাবুল হোসেন (২৬)। শুক্রবার ভোর ৫টার দিকে আশিক ওই কিশোরীকে তার বাড়ি থেকে বের করে দেয়ার সময় বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। তখন এলাকাবাসী আশিককে আ’টক করে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে কোতয়ালি থানা পুলিশ সেখান থেকে আশিককে আ’টক করে থানায় নিয়ে যায়।
ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফএম নাসিম জানান, এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে আশিক ও বাবুকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। জিজ্ঞাসাবাদে ওই কিশোরী জানিয়েছে- আশিক ও বাবু তাকে একদিন একরাত আটকে রেখে হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে ধ’র্ষণ করেছে এবং ভিডিও ধারণ করেছে। তবে ভিডিও ধারণের সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ওই কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য শুক্রবারই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। অভিযুক্ত আশিককে শনিবার আদালতে পাঠানো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



