জুমবাংলা ডেস্ক : ফরিদপুরে দুই নারীসহ আরও তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় ২১ জন করোনা রোগী শনাক্ত হলো।
যে তিনজনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে দুইজন নারী। এদের একজনের বাড়ি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের এক নারী ( ৪৫)। তিনি স্বামীর সাথে ঢাকায় থাকতেন। তার স্বামী মারা গেলে গত সোমবার তিনি বাড়িতে আসেন।
অপর নারী (২০) ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা। তবে তার ব্যাপারে বিস্তারিত আর কোন তথ্য পাওয়া যায়নি।
নতুন করে করোনা শনাক্ত হওয়া তৃতীয় জন এক যুবক (২৪)। বছর বয়সী নাজমুল ইসলাম নামের এক তরুণ। তিনি চরভদ্রাসন সদর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তিনি সিলেটে রঙ মিস্ত্রি হিসেবে কাজ করেন। গত ১৫দিন আগে তিনি বাড়িতে ফিরে আসেন।
এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, করোনাভাইরাস আক্রান্ত ওই তিনজনের বাড়ি বিচ্ছিন্ন করা হয়েছে। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ ডেডিকেটেড করোনা হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।