ফরিদপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সাজেদাপুত্র লাবু চৌধুরী

সাজেদাপুত্র

জুমবাংলা ডেস্ক: সাজেদাপুত্র লাবু চৌধুরীর উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ ছেলে ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী।

রবিবার (৯ অক্টোবর) দুপুরের দিকে ফরিদপুরের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবিরের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সাবেক সাংসদ মো. সাইফুজ্জামান চৌধুরী জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
সাজেদাপুত্র
এর আগে মনোনয়নপত্র জমাদান উপলক্ষে লাবু চৌধুরীকে ঢাকা থেকে ফরিদপুরে প্রবেশের সময় দৌলতদিয়া থেকে কয়েকশ গাড়ির বহর নিয়ে অভ্যর্থনা জানান স্থানীয় নেতাকর্মীরা। নগরকান্দা ও সালথার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।

প্রসঙ্গত, সদ্য প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ০৫ নভেম্বর। নির্বাচন কমিশন (ইসি) গত ২৬ সেপ্টেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভায় এ তফসিল চূড়ান্ত করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামীকাল ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রার্থীতা প্রত্যাহার ১৯ অক্টোবর।

এ উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর ওই আসনটি শূন্য হয়।

ঈদে মিলাদুন্নবীতে চট্টগামে লাখো মুসল্লির সমাবেশ, গিনেস বুকে রেকর্ডের আবেদন!