কিংবদন্তি লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাতে এক শোকবার্তায় তারা বলেন, “ফরিদা পারভীন ছিলেন লালন সংগীতের জীবন্ত কণ্ঠ। তাঁর কণ্ঠে লালনের গান শুধু সংগীতের মাধুর্য বহন করেনি, বরং তা মানবতা, সাম্য, ভালোবাসা ও সত্যের বাণী হয়ে মানুষের হৃদয়ে চিরদিন অনুরণিত হয়ে থাকবে।”শোকবার্তায় আরও বলা হয়, “তার মৃত্যুতে বাংলা সংগীত একজন গুণী ও অতুলনীয় শিল্পীকে হারালো, যার শূন্যতা অপূরণীয়।”
দলটির দুই শীর্ষ নেতা ফরিদা পারভীনের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, ভক্ত-অনুরাগী এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, দেশবরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
“https://inews.zoombangla.com/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%95%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%81/”
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে পেশাদার সংগীতজীবন শুরু করেন। পাঁচ দশকের বেশি সময়জুড়ে তিনি লালন সংগীতের জনপ্রিয়তম কণ্ঠ হিসেবে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।