আন্তর্জাতিক ডেস্ক : এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় জো বাইডেনের জয়কে উল্টে দিতে সেখানকার রিপাবলিকান গভর্নরকে চাপ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একের পর এক টুইট করে গভর্নর ব্রায়ান কেম্প’কে রাজ্য আইনসভার বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানান তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প এখনো সরাসরি নির্বাচনের ফল মেনে নেননি এবং কোনো ধরনের প্রমাণ ছাড়াই জো বাইডেন কারচুপি করে জিতেছেন বলে অভিযোগ করছেন।
ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু রাজ্যে আইনি প্রক্রিয়ায় গেছেন। তবে বেশিরভাগ জায়গায় এরই মধ্যে তিনি ব্যর্থ হয়েছেন।
এবারের নির্বাচনে জর্জিয়া ছিল হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা। তবে অল্প ভোটের ব্যবধানে হলেও সেখানে জয় পেয়েছেন জো বাইডেন।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নর কেম্প’কে গত শনিবার সকালে ডেকে ডোনাল্ড ট্রাম্প দাবি জানিয়েছেন, অনুপস্থিত ব্যালটের স্বাক্ষরের ব্যাপারে তদন্ত করতে হবে। তবে এ ধরনের অডিটের নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই গভর্নরের। সে কারণে তিনি অনুরোধ রাখতে চাননি।
নির্বাচনে ডাকযোগে পাঠানো ভোটের ব্যাপারেও অভিযোগ করে আসছেন ট্রাম্প। তবে সে ব্যাপারেও কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।