Advertisement
গত ২৫ অক্টোবর শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হয়ে যাওয়া দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২২৭টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা মৌসুমী স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে এবারের নির্বাচনে অংশ নেন। তিনি ভোট পান ১২৫টি।
নির্বাচনের ফলাফল বিষয়ে মৌসুমী বলেন, নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। কেউ একজন তো আসতেই হবে। এটা নিয়ে আলাদা চিন্তা করছি না। যারা বিজয়ী হয়েছে তাদের জন্য শুভকামনা। তাদের ভালো কোনো সিদ্ধান্তে আমাকে প্রয়োজন হলে তার জন্য আমার সহযোগিতা থাকবে।
নির্বাচনের ফলাফলের পর আপিল করা বা এ নিয়ে অন্য কোনো চিন্তা করছেন না বলেও জানান মৌসুমী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।