আন্তর্জাতিক ডেস্ক : ফলের জুসে প্রস্রাব মিশিয়ে বিক্রির দায়ে বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ১৫ বছর বয়সী এক ছেলেকে আটক করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির পার্শ্ববর্তী গাজিয়াবাদে। খবর এনডিটিভি
পুলিশ জানিয়েছে, ফলের জুসের সাথে প্রস্রাব মিশিয়ে গ্রাহকদের পরিবেশন করার অভিযোগে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) এক জুস বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
এসিপি অঙ্কুর বিহার ভাস্কর ভার্মা জানিয়েছেন, অভিযুক্তের নাম আমির। খবর পেয়ে পুলিশ গিয়ে তার জুসের দোকানে তল্লাশি চালিয়ে প্রস্রাব ভর্তি প্লাস্টিকের ক্যান উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, দোকানের মালিককে প্রস্রাব ভর্তি ওই পাত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে সন্তোষজনক উত্তর দিতে পারেননি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজন ক্রেতার অভিযোগ ছিল ফলের রসের মধ্যে মূত্র মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এরপরই পুলিশ ওই জুস বিক্রেতার বিরুদ্ধে পদক্ষেপ নেয়।
এদিকে প্রস্রাব মিশিয়ে জুস বিক্রি করা হচ্ছিল এতদিন ধরে, এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা দোকানে চড়াও হয় এবং অভিযুক্ত বিক্রেতাকে ব্যাপক মারধর করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।