ফসিলসের প্রাক্তন গিটারিস্টের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

ফসিলসের প্রাক্তন গিটারিস্টের রহস্যজনক মৃত্যু

রহস্যজনক মৃত্যু হয়েছে ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ড ‘ফসিলস’ এর প্রাক্তন সদস্য গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের। রোববার নিজ বাসা থেকে উদ্ধার হয়েছে শিল্পীর ঝুলন্ত দেহ।

ফসিলসের প্রাক্তন গিটারিস্টের রহস্যজনক মৃত্যু

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এদিন বাড়িতে একাই ছিলেন চন্দ্রমৌলি। বর্তমান ব্যান্ড সঙ্গী মহুল চক্রবর্তী তার বাড়িতে যান। সেখানে গিয়েই চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। থানায় খবর দেওয়া হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা আত্মহত্যাই করেছেন চন্দ্রমৌলি।

এদিকে সহকর্মী চন্দ্রমৌলি বিশ্বাসের প্রয়াণের খবর শুনে সংগীতশিল্পী রূপম ইসলাম ভেঙে পড়েছেন। মৃত্যুশোক বুকে আগলেই চন্দ্রমৌলিকে স্মরণ করে মঞ্চে সংগীত পরিবেশন করেন তিনি।

এ সময় মঞ্চে রূপম বলেন, আমরা আসার সময় গাড়িতে একটা খবর পেয়েছি। সেই খবরটা বজ্রাঘাতের মতোই আমাদের মাথায় এসে পড়েছে। এই পরিস্থিতিতে কেউই গান গাইতে পারে না, কারও হাতের বাদ্যযন্ত্র বেজে ওঠে না। কিন্তু বাংলা রক জনতা আমাদের সামনে উপস্থিত। যাদের খোঁজ আমরা একসঙ্গেই করেছিলাম। একটা বিরাট সময় চন্দ্র তখন আমাদের সঙ্গেই ছিল। আমি কখনও বিশ্বাস করিনি, চন্দ্রকে ছাড়া এই ব্যান্ড কোনোদিন পারফর্ম করবে। ওর সঙ্গেই আমার বেশি বন্ধুত্ব ছিল।

পুনরায় মস্তিষ্কে সফলভাবে চিপ বসিয়েছে নিউরালিংক

প্রসঙ্গত, ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘ফসিলস’-এর সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। তবে সেখান থেকে বের হয়ে এসে গোলক এবং জম্বি কেজ কন্ট্রোল নামের দুই ব্যান্ডে বাজাতেন তিনি। থাকতেন মধ্য কলকাতায়।